পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন,
যে ব্যক্তি সন্ধ্যায় তিনবার বলবে “বিসমিল্লাহ হিল্লাজি লা ইয়াদ্বুররু মাআসমিহি শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুয়াস সামি-উল-আলিম।”
সকাল হওয়া পর্যন্ত তার প্রতি আকস্মিক কোনো বিপদ আসবে না। আর যে তা সকালে তিনবার বলবে সন্ধ্যা পর্যন্ত তার ওপর আকস্মিক কোনো বিপদ আসবে না।
★ (আবু দাউদ, হাদিস : ৫০৮৮)
🤲আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। এই দোয়া শেয়ার/প্রচার করে সবার নিকট পৌঁছে দিন।