বিবেকের কাঠগড়ায় আমীরে মুয়াবিয়া (রাঃ)-[পর্ব 2]

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

বিবেকের কাঠগড়ায় আমীরে মুয়াবিয়া (রাঃ)-[পর্ব 2]

লেখকঃ (মাসুম বিল্লাহ সানি)

রাসুলুল্লাহ (ﷺ) বলেন,“আমি জ্ঞানের শহর আর আলী (আঃ) তার দরজা।“ আমি অধম ঐ দরজায় একজন কাঙ্গাল ভিখারী। এবার শুরু করা যাক আলোচনা।

★ আপনি বলুন আমীরে মুয়াবিয়া (রাঃ) সাহাবী ছিলেন মানি। নামের শেষে (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু)ও বলছেন? খুব ভাল কথা কিন্তু যে পোস্টে ওনাকে (রাঃ) বলেন সেই পোস্টেই ওনার শানে গোস্তাখী করেন? ওনার ভুল-শুদ্ধ যাচাই বাছাই করেন? ওনার সমালোচনায় রত থাকেন? এটাকে কি আদব বলে? এর উদাহরণ তো এমন যে-

“`ভাই আমি আপনাকে যথেষ্ট মান্য করি, সম্মান করি কিন্তু ইতিহাস সাক্ষী আপনে যে কাজগুলো করলেন তা কি ঠিক হল?“` মনে হয় না এই আদবে আপনার পেট ভরবে ! ভরবে কি?

★ উস্কানিমূলক পোস্ট  দিচ্ছি/দিচ্ছেন?

– কে দিচ্ছে? যে বা যারা এই ফিত্নার সূচনাকারী তারা এর জন্য দায়ী নাকি যারা পরবর্তীতে কলম ধরেছেন তারা দায়ী? বহুদূর ফিত্নার জল গড়িয়ে পড়ার পরও যারা চুপ থেকেছে তারাই কি দায়ী? বহু অপেক্ষা করে যারা সর্বশেষে কলম ধরেছে তারাই কি দায়ী? 

★ এই ফিত্না প্রতিদিন কিভাবে ছড়িয়ে পড়ছে?

একদল ফিত্নার পক্ষে, একদল ফিত্নার বিপক্ষে প্রতিনিয়ত আগুন জ্বালিয়েই যাচ্ছে। কারণঃ

“মানুষ তর্কপ্রিয়”→(আল-কুরআন)

★ কাদেরকে কে সাপোর্ট দিচ্ছে?

আমীরে মুয়াবিয়া (রাঃ) এর সমালোচনায় সাপোর্ট দিচ্ছেনঃ

-একদল শিয়া

-একদল ছদ্মবেশী (সুন্নী রূপধারী শিয়া) 

-একদল আম সুন্নী জনতা (যারা এসব বিষয়ে তেমন কোন জ্ঞান রাখেন না), 

– একগুচ্ছ এমন মুসলমান যারা খারাপ হয়ে যাওয়ার ভয়ে মুখে মুখে ঠিক-বেঠিক সব জায়গাতেই বাহ্যিকভাবে সম্মতি জাহির করে। 

বরং আমি মনে করি তাদের মধ্যে সৎ সাহসের অভাব রয়েছে। 

তাদের অবস্থান সসন্দেহজনক unclear।

আমীরে মুয়াবিয়া (রাঃ) এর সমালোচনায় যারা জবাব দিচ্ছেনঃ

– একদল সুন্নী আলেম

– একদল সুন্নী আম জনতা

তাদের অবস্থান Clear.

★ যুক্তি দিয়ে কথা নয় দলিল চান? জ্বি দলিলও আছে যুক্তিও আছে। কিন্তু এর সূচনা আপনারাই করেছেন, তিলকে তাল করেছেন শুধু যুক্তি দিয়ে কিন্তু ভুলে গেছেন যুক্তি আমাদের নিউরন Cell থেকেও কিছু না কিছু অন্তত বের হয়। পার্থক্য হলঃ

পক্ষ আর বিপক্ষের দলিল মিলিয়ে কতেক মানুষ ফিত্না বন্ধে মিলবন্ধন খোঁজার চেষ্টায় রত আর কতেক মানুষ সেই বাঁধ ভাঙ্গার চেষ্টায় রত।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment