প্রশ্ন ঃ সাদী, সত্য, সৎসন্তানকে যাকাত প্রদান করা যায় কি না?

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

🖋উত্তর ঃ সাদী, সম্মা এবং সৎসন্তানকে যাকাত প্রদান করা শরীয়তের দৃষ্টিতে বৈধ। কেননা উক্ত ব্যক্তিবর্গ যাকাত প্রদানকারীর মূলও নন এবং মূল আওলাদও নন। তাই তাদেরকে যাকাত প্রদান করতে শরীয়তের কোন বাধা নেই। তবে আপন বা সহােদর মা, সহােদর পিতা, সহােদর দাদা, দাদী এবং আপন সহােদর রক্তের সন্তানদেরকে যাকাত-ফিতরা প্রদান শুদ্ধ নয়। –
(কিতাবুল হিদায়া ও রদুল মুহতার যাকাত পর্ব ইত্যাদি)

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment