প্রশ্ন ঃ রমজান মাসের শবে কদরের রাতে তারাবীহ নামায সম্পন্ন করার পর আমরা কি বিতরের নামায জামাআত সহকারে আদায় করব, নাকি শবে কদরের নামায সম্পন্ন করার পর বিতরের নামায সম্পন্ন করব; নাকি সবশেষে বিতরের নামায জামাআতসহ আদায় করব?

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

📌মুহাম্মদ আবদুল জাব্বার মেমােরী কম্পিউটার, আন্দরকিল্লা, চট্টগ্রাম

🖋উত্তর ঃ যেসব মুসল্লী কদরের রাতে নামাযে এশা ও তারাবীহ নামায জামাআত সহকারে আদায় করেছে, তারা বিতরের নামাযও ইমাম সাহেবের সাথে জামাআত সহকারে আদায় করবেন, এটা উত্তম পন্থা। আর শবে কদরের নফল নামায নামাযে বিতরের আগেও পড়া যাবে, পরেও পড়া যাবে এতে কোন অসুবিধা নেই। 

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment