নিজ ঘরে মাহরাম পুরুষদের ঈমামতিতে মহিলা মুসল্লির জামাত শরীয়ত সমর্থন করে কী না?

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

আস্সালামুআলাইকুম

প্রশ্নঃ স্বামী ঈমাম সাহেব, এবং স্ত্রী, মেয়ে, ছেলে মুসল্লি, এদেরকে নিয়ে বাসায় জামাত আদায় করা  শয়ীরত কী সমর্থন করে ….? অর্থাৎ পুরুষের ঈমামতিতে মহিলা মুসল্লির জামাত শরীয়ত সমর্থন করে কী না …? 

নামঃমাহবুবুর রহমান

ঠিকানাঃমাধবপুর ,,হবিগন্জ ।

@Mahbubur Rahman 

   ওয়ালাইকুমুচ্ছালাম

সংক্ষিপ্ত জবাব:–

প্রথমত:পুরুষকে ইমাম দিয়ে পিছনে মহিলারা এক্তেদা করতে পাড়বে.

এটা ইসলাম সমর্থন করে.

             দলিল:-

  [তারাবী নামাজের মাসায়েল]

দ্বিতীয়ত: মহিলাকে ইমাম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment