তায়াম্মুমের বর্ণনা

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

✍ কৃতঃ আল্লামা আজিজুল হক আল কাদেরী (رحمة الله) মুনিয়াতুল মুছলেমীন [১ম খন্ড]

❏ মাসয়ালা: (২৩২)

তায়াম্মুমের মধ্যে ফরজ তিনটি। যথা: 

(১) নিয়্যত করা। 

(২) উভয় হাত পাক মাটির উপর মেরে মুখের উপর মছেহ করা। 

(৩) উভয় হাত পাক মাটির উপর মেরে উভয় হাত কনুহ পর্যন্ত মাছেহ করা।

❏ মাসয়ালা: (২৩৩)

তায়াম্মুম ভঙ্গের কারণ ২টি। যথা 

(১) যে সমস্ত কারণে অজু ভঙ্গ হয়। 

(২) পানি পাওয়ার পর উক্ত পানি ব্যবহারের উপর সামর্থ থাকলে তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment