৭তম হাদিসঃ দুনিয়াটা মুমিন ও কাফেরের জন্য কেমন?

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

৭তম হাদিসঃ দুনিয়াটা মুমিন ও কাফেরের জন্য কেমন?
عَنْ    أَبِي   هُرَيْرَةَ   قَالَ    :   قَالَ   رَسُولُ   اللَّهِ   ﷺ   الدُّنْيَا   سِجْنُ الْمُؤْمِنِ وَجَنَّةُ الْكَافِرِ
উচ্চারণ:  ‘আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু  তায়ালা ‘আনহু ক্বালা: ক্বালা   রাসূলুল্লাহি  ﷺ ”আদ দুনিয়া   সিজনুল মু’মিনি ওয়া জান্নাতুল কাফিরি”।

অনুবাদ:     হযরত      আবু     হুরায়রাহ      (রাদ্বিয়াল্লাহু     তা’আলা আনহু)     থেকে  বর্ণিত।  তিনি   বলেন-  নবীজী  ﷺ   এরশাদ  করেন,       দুনিয়াটা        ঈমানদারের       জন্য        কারাগার       আর  কাফেরের জন্য জান্নাত।

[সহীহ মুসলিম, অধ্যায় যুহুদ ৪/২২৭২ হা: ২৯৫৬; সুনানে তিরমিজি, অধ্যায় যুহুদ ৪/৫৬২ হা: ২৩২৪;
সুনানে ইবনে মাজাহ, অধ্যায়: যুহুদ ২/১৩৭৮ হা: ৪১১৩]

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment