১৮তম হাদিসঃ কবর যিয়ারতের ফযিলত
عَنْ بريرة رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ: قَالَ رَسُولُاللَّهِ ﷺ: كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ، فَزُورُوهَا، رواه مسلم والترميذي و زاد فَإِنَّها وَتُذَكِّرُكم الآخِرَةَ
উচ্চারণ: ‘আন বুরায়রাতা (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) ক্বালা ক্বালা রাসুলুল্লাহি ﷺ কুনতু নাহাইতুকুম ‘আন জিয়ারাতিল ক্বুবুরি, ফাযুরুহা, রাওয়াহু মুসলিম, ওয়াত তিরমিজি ওয়া যাদাত, ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাতা।
অনুবাদ: হযরত বুরায়রাহ (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন যে, আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমরা কবর যিয়ারত কর (সহীহ মুসলিম)। সুনানে তিরমিজিতে এ বাক্যটা যুক্ত হয়েছেঃ ”কেননা এটি তোমাদের পরকালকে স্মরণ করিয়ে দিবে।”
[সহীহ মুসলিমঃ ১৭৮, ১৮৮; সুনানে ইবনে মাজাহঃ ১৫৭১; সুনানে তিরমিজি, অধ্যায়ঃ জানাজা ৩, ৪/৩৭০ হাঃ ১০৫৪; সুনানে আবু দাউদ, অধ্যায়ঃ জানাজা, অনুচ্ছেদঃ কবর যিয়ারত, ৩/২১৮ হাঃ ৩২৩৫; সুনানে কুবরা নাসাঈ ৪/৮৯ হাঃ ২০৩২]





Users Today : 228
Users Yesterday : 767
This Month : 14650
This Year : 186521
Total Users : 302384
Views Today : 9387
Total views : 3586130