পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
তোমার বেপর্দার কারণে তুমি শুধু একা জাহান্নামে যাবে না, তোমার পরিবারের সদস্যগণ যাবে, যারা তোমার রূপে আকৃষ্ট হয়ে কুনজর দিবে তারাও যাবে। শয়তান তোমারই রূপের মাধ্যমে অন্যের অন্তরে ফিতনা সৃষ্টি করছে। প্রতিদিন হাজার হাজার মানুষ তোমার কারণে পাপী হবে তাই মনের রেখ সকলের পাপের বোঝা তোমাকেও বইতে হবে। কারণ আল্লাহ ও রাসূলের বিধানকে তুমি পাত্তা দিতে না, তুচ্ছতাচ্ছিল্য করতে যখন তোমার মৃত্যু হবে তখন এর হিসেব দেয়ার জন্য প্রস্তুত থেকো।







Users Today : 247
Users Yesterday : 767
This Month : 14669
This Year : 186540
Total Users : 302403
Views Today : 15567
Total views : 3592310