হিংসা

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু তা‌‌আলা আলাইহি ওয়া সাল্লাম) -এরশাদ করেছেনঃ হিংসা ও বিদ্বেষে নেকী সমূহ এমন ভাবে খেয়ে যায় (অর্থাৎ নষ্ট হয়ে যায়, মেমন ভাবে আগুন লাকড়ীকে খেয়ে ফেলে (অর্থা ভস্মিভূত করে ফেলে)।

হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু তা‌‌আলা আলাইহি ওয়া সাল্লাম) -এরশাদ করেছেনঃ তিনটি বিষয়ে অধিকাংশ মানুষ লিপ্ত।

১। কু-ধারনা ২। হিংসা ৩। কোন কাজ থেকে অশুভ লক্ষণ মনে করা।

কোন এক জন আরজ করলেঃ

এ তিনটি বিষয়ের অনিষ্টতা থেকে বাঁচার উপায় কি? এরশাদ করলেন- ১। কারো কাছে স্বীয় হিংসা প্রকাশ করবে না এবং যার উপর হিংসা করা হয়, তার দোষ বর্ণনা করবে না।

২। কোথাও যেতে রাস্তায় কাক বা অনিষ্টকারী পোকা ইত্যাদী দেখলে বা নিজের কোন অঙ্গ (চোখ, কান ইত্যাদি) নড়ে উঠলে সেদিকে ভ্রুক্ষেপ করবেনা বরং অতিক্রম করে যাবে, (অর্থাৎ এসব জিনিস দেখে ভাবী অশূভ লক্ষণ মনে করবে না এবং যাত্রাও বন্ধ করবেনা। এভাবেই তুমি এসবের অনিষ্টতা থেকে বেঁচে থাকবে।

সুত্র: তাম্বীহুল গাফেলীন

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments