হযরত আলী (রাঃ) হযরত ওমর ফারূক (রাঃ) কে বললেন, যদি আপনি আপনার দুই সাথী হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)- ও হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) এর সাথে মিলিত হতে চান, তাহলে জামা ও জুতাতে তালি লাগান, আশা ও আকাংখা সংক্ষিপ্ত করুন এবং পেট ভরে আহার করা পরিহার করুন।
হযরত আবু উছমান মাহদী (রাঃ) বলেন যে, আমি হযরত ওমর ফারুক (রাঃ)– কে মিম্বারে এই অবস্থায় খুৎবা দিতে দেখেছি যে, তাঁর জামায় ১২টি তালি লাগানো ছিল।
হযরত আলী (রাঃ) এর পোষাক একবার হযরত আলী (রাঃ) মোটা ও অধৌত কাপড় পরিধান করে বাজারে গিয়েছিলেন, জনৈক ব্যক্তি আরজ করলেন, আমীরুল মো’মেনীন! আপনি আর এই কাপড়? আপনাকে তো আপনার মর্যাদা ও ব্যক্তিত্ব মুতাবিক উত্তম পোষাক পরিধান করা উচিৎ।
বললেন, এই লেবাস বিনয় ও নম্রতা সৃষ্টি করে এবং নেককার লোকদের পোষাকের সাদৃশ্য রাখে। আর নেককারগণের অনুকরণের মধ্যেই কল্যান নিহিত রয়েছে।