ইমাম মুহাম্মাদ ইবনে আলী (রাদিআল্লাহু আনহু) তথা হযরত ইমাম বাকীর (রাদিআল্লাহু আনহু) ছিলেন হযরত ইমাম জায়নুল আবিদিন (রাদিআল্লাহু আনহু) এঁর পুত্র। ৫৭ হিজরী সনে/ ৬৭৮ খৃঃ তিনি মদীনায়ে মুনাওওরা-তে জন্মগ্রহণ করেন। হযরত ইমাম হাসান (রাদিআল্লাহু আনহু)-র কন্যা উম্মে আবদুল্লাহ্ (রাদি আল্লাহু আনহা) ছিলেন তাঁর মাতা। তাঁর ডাকনাম ছিল ‘আবু জাফর’। তিনি মুহাম্মাদ আল বাকীর নামেই সবিশেষ প্রসিদ্ধ ছিলেন। এটা ছিল তাঁর উপাধি ।
‘আল বাকীর’ শব্দের অর্থ হচেছ ‘রহস্যের ব্যাখ্যাকারী’ বা ‘গভীর পান্ডিত্যের অধিকারী’। তিনি ব্যাপক অধ্যয়ন ও প্রগাঢ় ধর্মনিষ্ঠার জন্য বিখ্যাত ছিলেন। ৫৭ বছর বয়সে (১১৪ হিজরীর ৭ই জিলহজ্ব মুতাবিক ৭৩২খৃষ্টাব্দ) বিষ প্রয়োগে তাঁকে হত্যা করা হয়। পিতার কবরগাহের নিকটে জান্নাতুল বাকীতেই তাঁকে দাফন করা হয়।
আজ ৭ই জিলহজ্ব আহলে বাইতের মহান ইমাম মুহাম্মাদ ইবনে আলী (রাদিআল্লাহু আনহু) তথা হযরত ইমাম বাকীর (রাদিআল্লাহু আনহু)-র পবিত্র শাহাদাৎ বার্ষিকী।





Users Today : 283
Users Yesterday : 767
This Month : 14705
This Year : 186576
Total Users : 302439
Views Today : 24197
Total views : 3600940