পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
স্বপ্নদ্রষ্টার আদবসমূহের মধ্যে অন্যতম আদব হচ্ছে, তাকে সত্যবাদী হতে হবে। সুন্নত তরিকায় ডান পার্শ্বে শুয়ে নিদ্রা যেতে হবে। শয়নকালে সুরা ওয়াশ্শামস, ওয়ালা ইল, ওয়াত্তীন, এখলাস, কুলআউযু বিরব্বিল ফালাক্ব ও ক্বুলআউযু বিরব্বিন্নাস পড়তে হবে। তার সাথে সাথে এ দোয়াটিও পড়তে হবে
اِﻟﱠﺎ ﺣُﻼَمِ وَاﺳْﺘَﺠِﯿْﺮُﺑِﻚَ ﻣِﻦَ اﻟﺸﱠﯿْﻄَﺎنِ
اَﻟّﻠﮭُﻢﱠ اِﻧّﻲْ اَﻋُﻮْذُﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺊﱟ
ﻓِﻲ اﻟْﯿَﻘْﻈَﺔِ وَاﻟْﻤَﻨَﺎمِ –
اَﻟّﻠﮭُﻢﱠ اِﻧﱢﻲ اَﺳْﺌَﻠُﻚَ رُؤْﯾَﺎ ﺻَﺎﻟِﺤَﺔً ﺻَﺎدِﻗَﺔً ﻧَﺎﻓِﻌَﺔَ ﺣَﺎﻓِﻈَﺔَ ﻏَﯿْﺮِ
ﺳَﻤﱢﯿْﺘُﮫُ –
اَﻟﻠﱠﮭُﻢﱠ اَرِﻧِﻲْ ﻓِﻲ ﻣَﻨَﺎﻣِﻲْ ﻣَﺎاُﺣِﺐُ –
আরেকটি আদব হচ্ছে স্বপ্ন কোনো দুশমন অথবা মূর্খলোকের নিকট না বলা।
➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله)]