(১) ইমাম ইবনুল যাওজী (রহ) [ওফাত ৫৯৭ হি]
কিতাব : জাদুল মাসীর ফী ইলমীত তাফসীর
সুরা আহযাব : ৭ নং আয়াত :
খন্ড : ৬
পৃষ্ঠা : ১৯১
প্রকাশনী : দারুল কুতুব ইলমিয়্যাহ, লেবানন
তিনি বলেন,
হযরত কাতাদা (রা) থেকে বর্নিত, “আমাদের নবী করীম (সা) হচ্ছেন সৃষ্টিগত দিক থেকে প্রথম নবী।”
↓


(২) ইমাম ইবনে জারীর তাবারী (রহ) [ওফাত ৩১০ হি] :-
ইসলামের ইতিহাসে লিখিত সর্বাধিক সমাদৃত ও গ্রহনযোগ্য সবচেয়ে প্রাচীনতম তফসীর হল তফসীরে জারীর ইবনে তাবারী। তিনি তার তফসীরে সুরা আহযাব ৭ নং আয়াতের ব্যখ্যায় লিখেন,
নবীজী (সা) সৃষ্টিগত দিক থেকে প্রথম এবং প্রেরনের দিক থেকে সর্বশেষ নবী। হাদিসটি নিম্নরুপ :
রাসুলুল্লাহ (সা) বলেন, “
আল্লাহ তায়ালা সর্বপ্রথম নবীগনের মধ্যে আমাকে সৃষ্টি করেছেন আর প্রেরনের সময় সর্বশেষে প্রেরণ করেছেন। আর নবীগন থেকে অংগীকার নেয়ার ঘটনাও তিনি বিবৃতি করেছেন।
↓


(৩) আল্লামা ইবনে কাসীর রহমতুল্লাহি আলাইহ নবীজির আও্বালিয়্যাত এর এ হাদিসখানা তাঁর তফসিরে ইমাম ইবনে আবি হাতেম থেকে মোত্তাসেল সনদ সহ বর্ণনা করেছেন হযরত আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু তায়ালা আনহু হতে।
নবীজী (সা) সৃষ্টির মধ্যে আমিই প্রথম আর প্রেরনের দিক থেকে আমিই সর্বশেষ নবী।
আল্লামা ইবনে কাসীর, তফসিরুল কোরআনিল আজিমঃ ৬:১৭৭
↓







Users Today : 252
Users Yesterday : 767
This Month : 14674
This Year : 186545
Total Users : 302408
Views Today : 18295
Total views : 3595039