পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
জিজ্ঞাসা–৯৪০: এক লোক সুদের টাকা দিয়ে জমিটি কিনেছেন পরে সেই জায়গায় জামে মসজিদের জন্য জায়গা দিলেন, কিন্তু কাগজে কলমে ওয়াকফ করেন নাই। এখন কি জুমার নামাজ আদায় করা যাবে।–মোঃ মিজানুর রহমান।
জবাব: সুদের টাকা দিয়ে মসজিদের জমি ক্রয় করলে, সেই মসজিদে নামায পড়া মাকরূহ তাহরিমি হবে। (আহসানুল ফাতওয়া ৬/৪৩২
কেননা, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
إن الله طیّب لا یقبل إلاّ طیبا
নিশ্চয় আল্লাহ পবিত্র। তিনি একমাত্র পবিত্রটাই গ্রহণ করেন…(মিশকাত ২৪১)
তবে উক্ত বক্তি যদি দাবী করে যে, উক্ত জমি সুদের টাকায় ক্রয় করা হয় নি তাহলে উক্ত মসজিদে নামাজ আদায় করা জায়েয হবে। (রদ্দুল মুহতার ১/৪৮৭)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী





Users Today : 381
Users Yesterday : 767
This Month : 14803
This Year : 186674
Total Users : 302537
Views Today : 40078
Total views : 3616821