সালাতুত তাসবিহ
মাইমুনা আক্তার তাছলিমা
সালাত মানে নামাজ আর তাসবিহ মানে তাসবিহ পাঠ করা তথা সুবহানাল্লাহ (হে আল্লাহ! আপনি পবিত্র) বলা। সালাতুত তাসবিহর নামাজ চার রাকাত। যেহেতু এ নামাজে বিশেষ তাসবিহ নির্ধারিত নিয়মে নির্দিষ্ট সংখ্যায় পাঠ করা হয়, তাই এ নামাজের নাম হয়েছে সালাতুত তাসবিহ বা তাসবিহর নামাজ। হাদিস শরিফে এসেছে, হজরত নবী করিম (সা.) একদা তাঁর চাচা হজরত আব্বাস (রা.) কে বললেন, ‘চাচাজান, আমি কি আপনাকে এমন একটি আমলের সন্ধান বলে দেব না, যা পালন করলে আল্লাহ তায়ালা আপনার আগের ও পরের, নতুন ও পুরনো, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত, প্রকাশ্য ও গোপনীয়, সগিরা ও কবিরা সব গোনাহ মাফ করে দেবেন? আর সে আমলটি হলো, আপনি চার রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। সম্ভব হলে আপনি প্রতিদিন একবার করে এ নামাজ পড়বেন, যদি তা না পারেন প্রত্যেক জুমার দিন একবার এ নামাজ পড়বেন, আর যদি তাও না পারেন তাহলে বছরে একবার পড়বেন, তাও যদি সম্ভব না হয় তবে সারা জীবনে অন্তত মাত্র একবার হলেও এ নামাজ পড়বেন। এ নামাজ পাঠে জীবনের সব গোনাহ মাফ হয়ে যায়।’ (কানজুল উম্মাল ও বায়হাকি)। বৃহস্পতিবার দিবাগত (জুমার) রাতে অথবা জুমার দিন কাবলুল জুমার নামাজের আগে পড়া উত্তম।
সালাতুত তাসবিহ আদায়ের নিয়ম : চার রাকাত সালাতুত তাসবিহ সুন্নাত বা নফল নামাজের নিয়ত করে এর প্রত্যেক রাকাতে সূরা (ফাতেহা) পাঠের আগে ১৫ বার এবং সূরা (কেরাত) পাঠের পর ১০ বার নিম্নোক্ত দোয়া (তাসবিহ) পড়ে রুকুতে যাবেন। তৎপর রুকুর তাসবিহর পর ১০ বার, রুকু থেকে দাঁড়িয়ে ১০ বার, প্রথম সেজদার তাসবিহর পর ১০ বার, প্রথম সেজদা থেকে উঠে বসে (দুই সেজদার মধ্যখানে) ১০ বার, দ্বিতীয় সেজদার তাসবিহর পর ১০ বার। এভাবে প্রত্যেক রাকাতে ৭৫ বার পড়া হবে। এরূপে চার রাকাত নামাজে মোট ৩০০ বার ওই তাসবিহ পড়ে নামাজ সম্পন্ন হবে।
সালাতুত তাসবিহর দোয়া : ‘সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।’ অর্থ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, সব প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ মহান।