সাতটি কথা

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

হযরত আবদুল্লাহ্ ক্বরশী (রহঃ) বলেন যে, জনৈক ব্যক্তি কোন আলেমের কাছে সাতটি কথা জানার জন্যে সাত শো মাইল সফর (অতিক্রম) করে এসে জিজ্ঞেস করলঃ বলুন তো-

১। কোন জিনিস আসমান থেকে অধিক ভারী
২। জমীন থেকে অধিক বেশী প্রশস্থ
৩। পাথর থেকে বেশী কঠিন
৪। আগুন থেকে বেশী দগ্ধ কারী
৫। যমহারীর (পাথর) থেকে বেশী ঠান্ডা
৬। সমুদ্র থেকে বেশী গভীর
৭। এতীম থেকে বেশী দুর্বল বা বিষ থেকে বেশী হত্যাকারী
বললেন –
১। পূত ও পবিত্র চরিত্রের ব্যক্তিকে অপবাদ দেয়া আসমান থেকেও বেশী ভারী
২। হক্ব (সত্য জিনিস) জমীন থেকেও বেশী প্রশস্ত
৩। কাফেরের হৃদয় পাথর থেকেও বেশী কঠিন
৪। লোভ, লালসা আগুন থেকেও বেশী দগ্ধ
৫। কোন নিকটঅত্নীয়ের কাছে কোন প্রয়োজন নিয়ে যাওয়া (যখন সফল হবে না) যমহারীর পাথর চেয়েও বেশী ঠান্ডা
৬। অল্পে তুষ্ট ব্যক্তির হৃদয় সুমদ্র থেকে গভীর
৭। চুগলখোরী প্রকাশ পেয়ে যাওয়া বিষ থেকেও অধিক ধ্বংশাত্নক এবং সে সময় চুগলখোর এতীম থেকেও বেশী দুর্বল ও অপমানীত হয়।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments