পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
জিজ্ঞাসা–৯৮৭: বাচ্চাকে ২ বছরের কম সময়ে (২৩মাস) কোনো বিশেষ কারণে দুধ খাওয়ানো ছেড়ে দিলে কি গুনাহ হবে?–Mahfuzahজবাব: মায়ের উচিত কুরআনের হুকুম অনুযায়ী তাঁর সন্তানকে পূর্ণ দু’বছর দুধ পান করানো। তবে মা ও শিশুর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিশেষ বিশেষ ক্ষেত্রে নবজাতক শিশুকে মায়ের বুকের দুধ পান করানো থেকে বিরত রাখারও অনুমতি রয়েছে।আল্লাহ তাআলা বলেন,وَ الْوَالِدٰتُ یُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَیْنِ كَامِلَیْنِ لِمَنْ اَرَادَ اَنْ یُّتِمَّ الرَّضَاعَةَমায়েরা তাদের সন্তানদের পূর্ণ দু বছর দুধ পান করাবে। এ সময়কাল তাদের জন্য, যারা দুধ পান করানোর মেয়াদ পূর্ণ করতে চায়। (সূরা বাকারা ২৩৩)والله اعلم بالصوابউত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী