শিয়া-ফাতেমিদের বংশপরিচয়

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

হাফিজ শামসুদ্দিন আজ-জাহাবি (রহ) বলেন ‘মুসলিমবিশ্বকে হিজরি চতুর্থ শতাব্দীতে পশ্চিমে বনু উবাইদের(ফাতেমি) রাজত্ব,পূর্বে বনু বুওয়াইহ এবং আরবে কারামতিদের কারণে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে পেরুতে হয়েছিল৷’

মিশরে ফাতেমি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন—উবাইদুল্লাহ বিন মাইমুন৷

তাই তার বংশ-পরিচয়-ই মূলত ফাতেমিদের বংশ-পরিচয়৷

ইসমাইলি শিয়াদের যে দল শক্তি, প্রতিপত্তি ও খ্যাতিতে সবচেয়ে অগ্রগণ্য ছিল, সেটি হচ্ছে বনু উবাইদ(ফাতেমি)৷

এর প্রতিষ্ঠাতা উবাইদুল্লাহ বিন মাইমুন বিন কাদ্দাহ৷ সে হিজরি তৃতীয় শতাব্দীর শেষভাগে নিজেকে জাফর সাদিকের পুত্র ইসমাইলের বংশধর বলে মিথ্যা দাবি করে৷ সে ছিল সিরিয়ার সালামিয়া السلمية / Salamiyah) শহরের অধিবাসী৷

তার দাদা কাদ্দাহ ছিল চোখের ডাক্তার(আই স্পেশালিস্ট) এ কারণে তাকে কাদ্দাহ বলা হতো৷

উবাইদুল্লাহ বিন মাইমুন চরম ধোঁকাবাজির আশ্রয় নিয়ে নিজেকে ‘ইমাম মাসতুর’ হিসেবে গোপন রেখেছিল৷ দীর্ঘ দিন সালামিয়ার এক ই-৷হুদির বাড়িতে আত্মগোপন করে ছিল৷ ই-৷হুদির মৃত্যুর পক তার স্ত্রীকে উবাইদুল্লাহ বিয়ে করে৷

👉 উবাইদুল্লাহর বংশপরিচয়—

উবাইদুল্লাহর নাম ও বংশধারা সবসময় ধূম্রজালের আড়ালে ও অমীমাংসিত অবস্থাতেই ছিল৷ এক বর্ণনামতে তার একটি দাবি এরুপ, ‘আমি উবাইদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে মাইমুন ইবনে মুহাম্মাদ ইবনে ইসমাইল ইবনে দাফর ছাদিক৷’

দ্বিতীয় বর্ণনামতে বংশধারা সম্পর্কিত তার দাবি হলো:

‘আমি উবাইদুল্লাহ ইবনে আহমাদ ইবনে ইসমাইল ইবনে মুহাম্মাদ ইবনে ইসমাইল ইবনে জাফর ছাদিক৷’

তৃতীয় বর্ণনামতে: তার নাম সাইদ ইবনে আহমাদ৷

চতুর্থ বর্ণনামতে: তার নাম সাইদ ইবনে হুসাইন৷

পঞ্চম বর্ণনামতে: তার নাম ফিদা৷ সে দিসান নামের এক অগ্নিউপাসকের বংশধর,যে বদ দ্বীনের ওপর প্রতিষ্ঠিত আকিদা প্রচার করেছিল৷

ষষ্ঠ বর্ণনামতে তার পিতা ছিল এক জন ই-৷হুদি৷

অর্থাত ফাতেমিরা ছিল অগ্নিউপাসক অথবা ই-৷হুদিদের বংশধর৷

উবাইদুল্লাহ স্বয়ং নিজের বংশ-পরিচয় সম্পর্কে কোনো স্পষ্ট প্রমান উল্লেখ করতে পারেনি,আর না পেরেছে তার উত্তরসূরী-পুরুষদের কেও ৷ এ প্রশ্ন যখনই করা হতো, সে প্রসংঙ্গ অন্যদিকে ঘুরিয়ে দিত৷

উবাইদুল্লাহ একজন সহচর আল মুইযের কাছে প্রকৃত সাইদের বংশীয় এক লোক তার বংশধারা জিজ্ঞেস করলে সে জবাব দেয়, ‘কাল জানাব৷’

পরের দিন সে দরবারে স্বর্ণমুদ্রার স্তূপ রাখল৷ প্রথমে কোষ থেকে তরবারি বের করে বলল, এটা আমার আভিজাত্য৷’

মিশরে ইসমাইলি শিয়া-ফাতেমিরা উবাইদুল্লাহ থেকে আল-আজিদ পর্যন্ত মোট:১৪ জন মিথ্যা শাসক (২৯৭-৫৬৭ হিজরি) ২৭০ বছর সাম্রাজ্য পরিচালনা করে৷

এই শিয়া-ফাতেমি ভন্ড খলিফাদের সম্পর্কে হাফিজ ইমাম আজ-জাহাবি (রহ) বলেন—

فكانوا أربعة عشر متخلفا لا مستخلف

“তারা ছিল একের পর এক ১৪ জন মসনদে আসীন হওয়া ব্যক্তি মাত্র, কোনো খলিফা নয়৷

শিয়া-ফাতেমি/উবাইদিরা ছিল নিকৃষ্ট কাফের৷

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment