শামায়েলে তিরমিযি】 রাসূলুল্লাহ (ﷺ)-এর (বালিশ ছাড়া অন্য কিছুতে) ঠেস দেয়া

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

ⓞ➤【শামায়েলে তিরমিযি】  

২৩    রাসূলুল্লাহ (ﷺ)-এর (বালিশ ছাড়া অন্য কিছুতে) ঠেস দেয়া    

📌পরিচ্ছদঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর (বালিশ ছাড়া অন্য কিছুতে) ঠেস দেয়া

১০২

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، قَالَ : حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ ، قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسٍ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ” كَانَ شَاكِيًا , فَخَرَجَ يَتَوَكَّأُ عَلَى أُسَامَةَ بْنِ زَيْدٍ وَعَلَيْهِ ثَوْبٌ قِطْرِيٌّ , قَدْ تَوَشَّحَ بِهِ فَصَلَّى بِهِمْ ” .

আনাস (رضي الله عنه) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (ﷺ) ও একবার রোগাক্রান্ত হয়ে পড়েন। তখন তিনি উসামা (رضي الله عنه) এর কাধে ভর করে বাইরে আসেন। সে সময় তার দেহে একটা ইয়ামানী কাপড় জড়ানো ছিল। তারপর তিনি লোকদের ইমামতি করেন [১০৩]

[১০৩]মুসনাদে আহমাদ, হা/১৩৭৮৭; মুসনাদুত তায়ালুসী, হা/২২৫৪; শারহুস সুন্নাহ, হা/৩০৯২

হাদিসের মানঃ সহিহ হাদিস

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment