পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
শুন গাউছে ধন,
বুঝেনা বুঝেনা অবুঝ মন।
কি প্রেমে মজাইলা মোরে,
কোন সে মায়ার-ই বাধন।
কোন্ মুখে ডাকব মুর্শিদ?
আমি বড় গুনাগার।
পাপে তাপে ডুবে আছি
ক্বলব আমার অন্ধকার।
দয়ার নজর দাও গো মোরে
দিল কর নুরে রওশন।
ভয়-ভীতি নাই হতাশা
বলে প্রভু রাব্বানা।
মোস্তাফার প্রেমের শরাব
কেন আমায় দিবা না?
দাও না দাও রইবো পড়ে
ছাড়িবনা পাক চরণ।
গাউছিয়তের মুকুটধারী
প্রাণ মুর্শিদ ভান্ডারী।
তব দাসে যায় বিনাশে
শা’নেতে আঘাত করি।
বাঁচাইতে মিনতি করি
দোহাই পাক পাঞ্জাতন।
রচনাকাল- ৩ জানুয়ারি ২০২১ ঈসায়ী। রাত ৮ টা। হযরত কেবলার দরবারে।






Users Today : 20
Users Yesterday : 357
This Month : 20
This Year : 171891
Total Users : 287754
Views Today : 3226
Total views : 3410789