শয়তানের আক্রমন থেকে বাঁচার দোয়া
যতই ব্যস্ত থাকুন প্রতিদিন সকালে এই দোয়াটি একবার হলেও পড়ুন । হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সকালে পড়বে-
اعودُ بالله السميع العليم, من الشيطان الرّجيمআউযু বিল্লাহিস সামীঈল আলীম, মিনাশ শাইত্বানির রাজীম
সন্ধ্যা পর্যন্ত তাকে শয়তান থেকে হিফাজতে রাখা হবে ।
( তথ্যসূত্র দারিমী ২৫ ৪৫৮ ,আল আদাবুল মুফরাদ , হাদীস ১২০১ ) ।
শয়তান সর্বদাই বিভিন্ন চক্রান্তের মাধ্যমে মানুষকে বিপদে ফেলে, মানুষ শয়তানের ফাঁদে পা দিয়ে খারাপ কিছু করলেও ভাবে, মনে হয় ভালোই করছে । শয়তানের জাল খুব শক্তিশালী । আর এই জাল থেকে রেহাই পেতে হলে আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য প্রার্থনা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি । প্রতিদিন সকালে এই দোয়াটি পাঠ করলে ইনশাল্লাহ সমস্ত শয়তানের জাল থেকে আল্লাহর রহমতে হেফাজতে থাকা যাবে ।