শবে বারাআতের ২ রাকাআত নামায বনী ইসরাইলের এক বুযূর্গ ব্যক্তির পাথরের ভিতরে থেকে চারশত বছরের ইবাদতের চেয়ে উত্তম সুবহানাল্লাহ!

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

মুফতি মোহাম্মদ মাছুম বিল্লাহ বাগদাদী।

শবে বারাআতের নামাযের ফযিলত সম্পর্কে‘তাফসীরে রুহুল মায়ানীতে’উল্লেখ করা হয়েছে যে,‘যে ব্যক্তি শবে বারাআতের নামায আদায় করবে সে ব্যক্তি ২০টি মকবুল হজ্জের ও বিশ বছরের রোযার ছাওয়াব পাবে।’ সুবহানাল্লাহ!‘নুজহাতুল মাজালিস’গ্রন্থে আছে, শবে বারাআতের ২ রাকাআত নামায বনী ইসরাইলের এক বুযূর্গ ব্যক্তির পাথরের ভিতরে থেকে চারশত বছরের ইবাদতের চেয়ে উত্তম।’ সুবহানাল্লাহ!

ঘটনাঃ-পাথরের ভিতর আবেদ ’নুযহাতুল মাজালিস নামক কিতাবের ১ম খণ্ডের ১৫৭ পৃষ্ঠায় উল্লেখ আছেঃ-

مَرَّ حَضَرَتْ عِيسَى بْنُ مَرْيَمَ عَلَيْهِ السَّلَامُ عَلَى جَبَلٍ فَرَأَى فِيهِ صَخْرَةٌ بَيْضَاءُ فَطَاف بـهَا حَضَرَتْ عِيسَى عَلَيْهِ السَّلَامُ وَتَعَجَّب عَنْهَا فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ أَتُرِيدُ أَنْ أُبَيِّنَ لَك أَعْجَبُ مِمَّا رَأَيْت قَالَ نَعَمْ فَإِنْ فَلَقَتْ الصَّخْرَة عَنْ رَجُلٍ بِيَدِهِ عُكَّاره خَضْرَاءُ وَعِنْدَه شَجَرَةَ عِنَبٍ فَقَالَ هَذَا رِزْقُ كُلِّ يَوْمٍ فَقَالَ كَمْ تَعْبُدُ اللَّهَ فِي هَذَا الِـحَجَرٍ فَقَالَ مُنْذُ أَرْبَعِ مِائَةِ سَنَةٍ

فَقَالَ حَضَرْتُ عِيسَى عَلَيْهِ السَّلَامُ يَا رَبِّي مَا أَظُنُّ أَنَّكَ خَلَقْت خَلْقًا أَفْضَلَ مِنْهُ فَقَالَ مَنْ صَلَّى لَيْلَةً النِّصْفِ مِنْ شَعْبَانَ مِنْ أُمِّهِ مـحَمِد صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ فَهُوَ أَفْضَلُ مِنْ عِبَادَتِهِ أَرْبَعَ مِائَةِ عَامٍ قَالَ عِيسَى عَلَيْهِ السَّلَامُ لَيْتَنِي مِنْ أُمِّهِ مـحَمِد صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم.

অর্থ:-হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি একটি উঁচু পাহাড়ের চূড়ার উপরে দিয়ে চলছিলেন।হঠাৎ তিনি একটি সাদা পাথর দেখতে পেলেন।তিনি ঐ পাথরের চারপাশে ঘুরে আশ্চর্যান্বিত হলেন। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম উনার আশ্চর্যবোধ দেখে মহান আল্লাহ পাক তিনি ওনার নিকট ওহি পাঠিয়ে বললেন,হে আমার নবী হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম! আপনি সাদা পাথরখানা দেখেই অবাক হয়েছেন! এর চেয়ে আশ্চর্যজনক বস্তু আপনি কি দেখতে চান?জবাবে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি জি বলতে না বলতেই পাথরটি ফেটে গেলো।উহার মধ্যে সবুজ রঙের লাঠি হাতে নিয়ে একজন বুযুর্গ ব্যক্তি দাঁড়ানো আছেন এবং উনার সামনে একটি আঙ্গুরের গাছ আছে। তখন সেই বুযুর্গ ব্যক্তি বললেন,ইহা আমার প্রতি দিনের খাবার।এরপর হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি ঐ বুযুর্গ ব্যক্তিকে লক্ষ্য করে বললেন,আপনি কতকাল পর্যন্ত এই সাদা পাথরের ভিতরে মহান আল্লাহ পাক উনার ইবাদত-বন্দেগীতে লিপ্ত আছেন?হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওনার এই প্রশ্নের জবাবে বুযুর্গ ব্যক্তি বললেন,সুদীর্ঘ চারশত বৎসর ধরে এই পাথরের ভিতরে আমি ইবাদাত বন্দেগী করছি।তখন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি(আরো আশ্চর্য হয়ে)বললেন,ইয়া বারে ইলাহি!আমার ধারণা যে,হয়তোবা আপনি এই বুযুর্গ ব্যক্তির চেয়ে আর কোনো উত্তম মাখলুক সৃষ্টি করেন নি। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওনার এই আবেগপূর্ণ বাণী শুনে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারাক করেন, উম্মতে হাবীবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনাদের কোনো ব্যক্তি যদি অর্ধ শা’বানের রাতে তথা শবে বারাআতে ২ রাকাআত নামায আদায় করে তাহলে তা এই বুযুর্গ ব্যক্তির চারশত বৎসরের ইবাদত হতেও উত্তম হবে। সুবহানাল্লাহ!হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি এই কথা শুনে বললেন,হায় আফসোস!আমি যদি আখিরী নবী,সাইয়্যিদুল মুরসালিন,ইমামুল মুরসালিন,খাতামুন নাবিইয়ীন,নূরে মুজাসসাম,হাবীবুল্লাহ হুযূর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার উম্মত তথা উম্মতে হাবীবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে পারতাম সুবহানাল্লাহ সূত্রঃ-(নুযহাতুল মাজালিস)

আল্লাহ পাক আমাদেরকে বিশেষ করে শবে বারাআতের রাত্রে খাছ ভাবে ইবাদত বন্দেগী করার তাওফিক দান করুন।আমীন🤲!

লেখকঃ-মুহাদ্দিস- দাসাদী ডি.এস.আই.এস. স্নাতকোত্তর কামিল(এম. এ)মাদ্রাসা-চাঁদপুর।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment