লোভ-লালসা মৃত্যু পর্যন্ত বলবৎ থাকে

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)- এরশাদ করেছেন- মানুষের প্রত্যেকটি জিনিস (বয়সের সাথে সাথে) দুর্বল হতে থাকে, কিন্তু দুটি জিনিস (প্রবল হতে থাকে) ১। লোভ-লালসা ২। আকাংখা।
হযরত আলী (রাঃ) এর হক্ব ফরমান
হযরত আলী কারামাল্লাহ্ ওয়াজহাহু বলেন, হে লোক সকল! আমি তোমাদের ব্যাপারে দু’টি বিষয়ে সবচেয়ে বেশী ভয় করি।
১। সুদীর্ঘ আকাংখা ২। কু-প্রবৃত্তির অনুসরণ।
শুনো! দীর্ঘ আশা ও আকাংখা মানুষকে আখেরাত ভুলিয়ে দেয় এবং কু-প্রবৃত্তির অনুসরন গোমরাহ (ভ্রষ্ট) করে ফেলে।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment