✍জবাবঃ
কথিত বিদ্ধান ডা.জাকির নায়েক সর্ব-সাধারণ মানুষদেরকে হয়রানি করার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়েন এভাবে যে,”আমাদের প্রিয় নবী কি ছিলেন? তিনি কি হানাফী ছিলেন নাকি শাফেয়ী নাকি মালেকী নাকি হাম্বলী– এর উত্তর হলো- না”।(ডা. জাকির নায়েকের লেকচার সমগ্র, ১/৬০পৃঃ)
✍এর জবাবে আমরা বলতে চাই:
✍ক. তিনি প্রশ্ন করেছেন,রাসূল কি ছিলেন? হানাফী? শাফেয়ী?……. আমাদের প্রশ্ন হল, ডাক্তার জাকির নায়েক যদি কোরআন হাদিসের আলোকে কোন মাসআলার সমাধান প্রদান করেন,কেউ যদি তার কথা অনুযায়ী আমল করে,তবে এ কথা বলা কি ন্যায়সঙ্গত হবে যে,রাসুল ﷺ কি ছিলেন? রাসূল কি জাকির নায়েক পন্থী ছিলেন? সামান্য বুদ্ধি যার আছে এমন কেউ এ ধরনের হাস্যকর প্রশ্ন করবে না।

ডা.জাকির নায়েক কি রাসূল ﷺঅনুসারী, না রাসুল ﷺ ডা.জাকির নায়েকের অুসারী?
✍খ. ডা.জাকির নায়েক যদি প্রশ্ন করতে চান যে,ইমামগণ রাসুল ﷺএর অনুসারী ছিলেন কি না? তবে আমরা বলব, ইমামগণ শত ভাগ রাসুল ﷺএর অনুসারী ছিলেন।রাসুল ﷺএর সুন্নাহ অনুসরণের প্রতি তারা কতটা গুরুত্ব দিয়েছেন,তা তাঁদের বক্তব্য থেকেই প্রমাণিত হয়। এ প্রসঙ্গে ইমাম গণের কয়েকটি উক্তি উল্লেখ করা হলো–
✍ইমামে আযমের উক্তিঃ
——————————-
ইমাম আবু হানিফা(রহঃ) বলেছেন,
‘মানুষ তত দিন পর্যন্ত কল্যাণের মাঝে অবস্থান করবে,যত দিন তাদের মাঝে এমন লোক থাকবে,যারা হাদিস অন্বেষণ করবে।আর যখন তারা হাদিস ব্যতীত ইলম অন্বেষণ করবে,তারা বিশৃঙ্খল হয়ে পড়বে? ‘(মিযানুল কোবরা,আল্লামা আব্দুল ওহহাব শারানী, ১/১৫পৃঃ)
✍ইমাম মালেকের উক্তিঃ
——————————-
ইমাম মালেক(রহঃ) বলেছেন,
“সুন্নাহ হলো নূহ(আঃ) এর জাহাজের মত।যে তাতে আরোহণ করল,সে নাজাত পেল,আর যে তা থেকে পিছিয়ে থাকল,সে ডুবে গেল।”(ইমাম খতিব বাগদাদী,তারিখে বাগদাদ, ৭/৩৪৭ পৃঃ, ক্রমিক নং-৩৮৫০)
✍ইমাম শাফেয়ীর বক্তব্যঃ
———————————
ইমাম শাফেয়ী রহঃ বলেন,
“আমি যদি এমন কোন কথা বা এমন কোন মূলনীতি প্রদান করি,যেটি রাসূলের হাদিসের বিপরীত হয়,তখর রাসুল ﷺ যা বলবেন,সেটিই আমার বক্তব্য।” (ইবনুল কাইয়্যুম,ই’লামুল মুয়াক্কীয়ীন,২/২০৪পৃঃ)
✍ইমাম আহমদের উক্তিঃ
——————————–
ইমাম আহমদ ইবনে হাম্বল (রহঃ) বলেছেন,
“যে রাসুল ﷺএর হাদিসকে প্রত্যাখ্যান করলো,সে ধ্বংসের মুখে নিপতিত?”(ইমাম যাহাবী, সিয়ারু আলামিন নুবালা,১১/২৯৭পৃঃ, ক্রমিক নং-৭৮)
সুতারাং চার ইমামও যে রাসুল ﷺএর শতভাগ অনুসারী ছিলেন,সে ব্যাপারে কোন সন্দেহের অবকাশ নেই।বরং সর্বযুগের সকলেই এ ব্যাপারে একমত যে,চার ইমামই শতভাগ ইসলামের আদর্শের ওপর প্রতিষ্ঠিত ছিলেন।ডা. জাকির নায়েকের আপনি হানাফী নাকি শাফেয়ী……. এই ধরনের প্রশ্ন করা মুর্খতা ছাড়া আর কিছুই নয়।






Users Today : 41
Users Yesterday : 452
This Month : 14915
This Year : 186786
Total Users : 302649
Views Today : 594
Total views : 3620561