📌প্রশ্নঃ ঈদে মিলাদুন্নবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে রোজা রাখা কেমন? কারণ অনেকে বলে থাকে যে সোমবার রাসূল রোজা রাখার কারণ হল এ দিন ওনার উপর কুরআন অবতীর্ণ হয়েছে।
🖋জবাবঃ “এ দিবসেই আমি দুনিয়াতে এসেছি এবং এই দিনেই আমার উপর ক্বোরআন অবতীর্ণ করা হয়েছে।” [ মুসলিম শরীফ, বাবু ইসতিহবাবিস সিয়ামি সালাসাতি আইয়্যামিন মিনকুল্লি শাহরিন ওয়া সাওমে ইউমি আরাফা ওয়া আশুরা, ওয়াল ইসনাইন ওয়াল খামিস, হাদিস নং-১৯৭৮]
মূলত: মিলাদকে উপলক্ষ করেই নবীজি রােযা পালনের মাধ্যমে মহান আল্লাহর শােকর আদায় করতেন। সুতরাং ১২ রবিউল আউয়াল তথা মিলাদুন্নবীর দিবসে রােযা রাখা দান-খয়রাত করা, মিলাদ-কিয়াম, দরূদ-সালাম, তাবাররুকাত ইদ্যাদির মাধ্যমে আল্লাহর দরবারে শােকরিয়া আদায় করা এবং প্রিয়নবী রসূলে আকরম সাল্লাল্লাম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম এর প্রতি শ্রদ্ধা-সম্মান প্রদর্শণ করা অনেক ফজিলত ও পূণ্যময়।
(আন-নিমাতুল কুবরা, কৃত: ইমাম ইবনে হাজর হাইতমী মক্কী রহমাতুল্লাহি আলাইহি; আল হাভী লিল ফাতাওয়া, কৃত: ইমাম জালালুদ্দী সুয়ূতী রহমাতুল্লাহি আলাইহি; মাওয়াহেবে লাদুনিয়া, কৃত:
ইমাম আহমদ কস্তুলানী রহমাতুল্লাহি আলাইহি ইত্যাদি।)