নিজে পড়ুন এবং অপরকে পড়তে উৎসাহিত করুন।
#তাফসিরে নঈমী-এর ১ম খন্ডের ৩৮ পৃষ্ঠায় রয়েছে :
দুই ভাই ছিল একজন নেককার ও একজন গুনাহগার।যখন গোনাহগার ভাইটি মৃত্যুর সম্মুখীন হলো,তখন নেককার ভাইটি বলল:-আমি তোমাকে অনেক বুঝিয়েছি গোনাহ থেকে ফিরে আসার জন্য।এখন বলো তোমার অবস্থা কি হবে?
তখন গোনাহগার ভাইটি জবাব দিলঃযদি কিয়ামতের দিন আমার রব তা’য়ালা আমার বিচারের দ্বায়িত্ব আমার মায়ের নিকট অর্পণ করেন তবে বলো আমার মা আমাকে কোথায় পাঠাবেন জান্নাতে না জাহান্নামে? নেককার ভাইটি বলল-মা তো অবশ্যই তোমাকে জান্নাতে পাঠাবেন।
তখন গোনাহগার ভাইটি জবাব দিল-“আমার রব তা’য়ালা আমার মায়ের চেয়েও কোটি-গুণ বেশি দয়ালু ও মেহেরবান।” এই বলে লোকটি ইন্তেকাল করলেন।
তারপর তার ভাই তাকে স্বপ্নে তাকে খুব আনন্দিত অবস্থায় দেখলেন এবং এর কারণ জিজ্ঞেস করলেন।ওনি জবাবে বললেন-আমার মৃত্যুর সময়ের ওই কথা আমার গুণাহ ক্ষমা করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
আল্লাহ যেন ওনার ওসিলায় আমাদের ও ক্ষমা করে দেন।আমিন।
📝স্বাধীন আহমদ রেজভী
জুলাই ২৬,২০১৯ইং।