পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
যেসব ক্ষেত্রে দরূদ পাঠ করা মাকরূহ
রদ্দুল মুহতার বা শামী কিতাবের প্রথম জিলদের ৫১৮ পৃষ্ঠায় উল্লেখ করেন,
تكره الصلوة عليه صلى الله عليه وسلم فى سبعة مواضع الجماع وحاجة الانسان وشهرة المبيع والعثرة وتعجب والذبح والعطاس-
অর্থাৎ সাতস্থানে দরূদশরীফ পাঠ করা মাকরূহে তাহরিমী,
১. স্ত্রী সহবাসের করার সময়
২. প্রস্রাব পায়খানার সময়
৩. ব্যবসার মাল প্রকাশ করার সময়
৪. হোচট খেয়ে পড়ে গেলে
৫. কোন কিছুতে আশ্চর্য হলে
৬. জীবজন্তু জবেহ করার সময়
৭. হাই তোলার সময়।
উপরোক্ত সাতটি স্থান ব্যতীত অন্য কোন সময় দরূদশরীফ পাঠ করতে কোন অসুবিধা নেই।





Users Today : 280
Users Yesterday : 767
This Month : 14702
This Year : 186573
Total Users : 302436
Views Today : 22055
Total views : 3598798