পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
জিজ্ঞাসা–৯৩২: আমি জানতে চাই যে, যাকাতের টাকা মসজিদ মাদরাসার নির্মাণ কাজে ব্যয় করা যাবে কি?–রমজান আলী।
জবাব: মসজিদ মাদরাসার নির্মাণ কাজে যাকাতের টাকা ব্যয় করা যাবে না। কেননা, যাকাতের টাকা ব্যয় করার সুনির্দিষ্ট খাত রয়েছে। আর ওই খাতগুলোর বাইরে যাকাতের টাকা ব্যয় করা যায় না।
ফাতাওয়া হিন্দিয়াতে এসেছে,
ولا يجوز أن يبنى بالزكاة المسجد
যাকাতের সম্পদ দ্বারা মসজিদ নির্মাণ করা জায়েয হবে না। (ফাতাওয়া হিন্দিয়া ১/২০৭)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী