পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
হযরত ওমর রাজিয়াল্লাহু তা’আলা আনহু হযরত কা’ব রাজিয়াল্লাহু তা’আলা আনহুকে বললেন, মুত্যুর কিছু অবস্থা বর্ণনা করেন। বললেন, মৃত্যুকে একটি কাঁটা যুক্ত বৃক্ষ মনে করেন, যা মানুষের পেটে ঢুকিয়ে দেয়া হয় এবং এর এক একটি কাঁটা তাঁর রগে ও আঁতে বিদ্ধ হয়ে যায়, অতঃপর কোন শক্তিশালী মানুষ এটাকে জোরে টেনে বের করে, আর সে বৃক্ষ গোশত ও চামড়া ছিড়ে বের হয়ে আসে। একটাই মৃত্যুর অবস্থা।
সুত্র: তাম্বীহুল গাফেলীন






Users Today : 335
Users Yesterday : 767
This Month : 14757
This Year : 186628
Total Users : 302491
Views Today : 35522
Total views : 3612266