মৃত ব্যাক্তির ওয়ারিশের ফরযসমুহ

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

মানুষ মৃত্যুবরণ করলে তাহার ওয়াশিদের উপর চারটি কাজ ফরয হইয়া পড়ে।(ফরযে কেয়ায়া) যথাঃ

১) মৃতকে গোসল দেওয়া।

২) কাফন পড়ানো।

৩) জানাযা নামায পড়া।

৪) দাফন করা।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment