জিজ্ঞাসা–৯৪৮: আসসালামু আলাইকুম। অনেক সময় জামাতে নামাজ আদায় করার সময় এক বা একাধিক রাকায়াত শেষ হবার পরে শরীক হই এবং শেষ রাকায়াত ইমামের সংগে ডান দিকে সালাম ফিরিয়ে ফেলি তার পরে মনে হয় তখন উঠে বাকি নামাজ শেষ করি, আমার জানার বিষয় হল আমাকে কি সিজদায়ে সাহু দিতে হবে কি না?–মোঃ আব্দুল্লাহ।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
নামাজের জামাতে যে ব্যক্তির শুরুতে এক বা তার অধিক রাকাত ছুটে যায়, তাকে ‘মাসবুক’ বলা হয়। আর মাসবুক ব্যক্তি যদি অসর্তকতা বশত বা ভুলে ইমামের সাথে বা ইমাম সালাম ফেরানোর পূর্বে সালাম ফিরিয়ে ফেলে তাহলে দেরি না করে সাথে সাথে দাঁড়িয়ে যাবে এবং বাকি নামাজ আদায় করবে। সিজদা সাহু করতে হবে না। যদি ইমামের সালাম ফিরানোর পর দেরি করে সালাম ফিরায় তবে সিজদা সাহু করতে হবে। আর যদি উক্ত মাসবুক মনে করে যে, ইমামের সাথে সালাম ফিরাতে হবে তাই সে ইচ্ছা করেই সালাম ফেরায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। (আল বাহরুর রায়েক ১/৬৬২)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী




Users Today : 73
Users Yesterday : 357
This Month : 73
This Year : 171944
Total Users : 287807
Views Today : 8200
Total views : 3415763