মহিলাদের সফরের মাসয়ালা
মহিলাদের মুহরিম লোক ব্যতীত তিনদিনের (প্রায় ৯২ কিলোমিটার) বা এর চেয়ে বেশি পথ সফর করা জায়িয নেই বরং একদিনের রাস্তাও। অপ্রাপ্ত বয়স্ক, বালক বা অর্ধ পাগল লোকের সাথেও মহিলারা সফর করতে পারবে না। মহিলাদের সঙ্গে প্রাপ্ত বয়স্ক মুহরিম অথবা স্বামী থাকা আবশ্যক। (আলমগিরী, ১ম খন্ড, ১৪২ পৃষ্ঠা) মুহরিম যদি নির্ভরযোগ্য মুরাহিক (অর্থাৎ-বালেগ হওয়ার কাছাকাছি ছেলে) হয়, তাহলে মহিলারা তার সাথেও সফর করতে পারবে। মুরাহিক প্রাপ্ত বয়স্কের হুকুমের মধ্যে রয়েছে। (ফতোওয়ায়ে আলমগিরী, ১ম খন্ড, ২১৯ পৃষ্ঠা) মুহরিম চরম ফাসিক, নির্লজ্জ ও অবিশ্বস্থ না হওয়া আবশ্যক। (বাহারে শরীয়াত, ৪র্থ অংশ, ৮৪ পৃষ্ঠা)
মহিলাদের শশুর বাড়ী ও বাপের বাড়ী
বিবাহের পর যদি মহিলা শশুর বাড়ী চলে যায় এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে থাকে, তাহলে তার বাপের বাড়ী তার জন্য আর স্থায়ী নিবাস থাকবে না। অর্থাৎ শশুর বাড়ী যদি তিন মনযিল তথা ৯২ কিলোমিটার দূরে অবস্থিত হয়, সেখান থেকে সে বাপের বাড়ী বেড়াতে আসে এবং সেখানে পনের দিন থাকার নিয়্যত না করে, তাহলে সে নামায কসর করে আদায় করবে। আর যদি বাপের বাড়ী সম্পূর্ণভাবে ত্যাগ না করে বরং অস্থায়ীভাবে শশুর বাড়ী যায়, তাহলে বাপের বাড়ী আসার সাথে সাথেই তার সফর শেষ হয়ে যাবে এবং তাকে পরিপূর্ণ নামাযই আদায় করতে হবে। (বাহারে শরীয়াত, ৪র্থ অংশ, ৮৪ পৃষ্ঠা)





Users Today : 191
Users Yesterday : 317
This Month : 28743
This Year : 168220
Total Users : 284083
Views Today : 3108
Total views : 3348795