মহারাজের দীদার হলো”
[লেখক :: আরিফ ওয়াকিজ]
চাঁদের দেশে ঘুরিতে গেলাম
আজ সন্ধ্যার পরে,
সকল আলো লুটিয়ে আছে
চন্দ্র রাজার তরে।
চাঁদের বাড়ির চৌকাটে এসে
কেমনে সামনে যায়,
ভয়ে ধুকধুক কন্ঠ শুকায়
অস্রু পরছে গড়ায়।
হঠাৎ রাজ্যের চৌকিদার ভাই
ডাকিলো আওয়াজ হেকে,
এমনি যাবে ওমনি বসবে
দেখালো নকশা এঁকে।
প্রস্থান করিলো বলিয়া কথা
যা ছিলো তাহার মনে,
ভাবছি দাড়ায় কি হইবে
মহা মিলনের ক্ষণে।
সোনালী রঙ্গের কাঠের দরজা
খুলছে চুপচাপ করে,
রাজার প্রধান উজির মশায়
ডাকছে এসো ওরে।
সাদামাটা এক পোষাক পরা
মিশেছে গায়ের সাথে,
রাজ আসনে আসীন হয়ে
মহারাজ বসেছেন তাতে।
দেখিয়া ভাবি মানব না জ্বীন
নাকি হুরের রাজা বলি,
হুর জ্বীন নয় মানব তবে
জাহারার বাগের কলি।
সালাম জানায় তাহার চরণে
কক্ষে প্রবেশ হলো,
উজির কহেন মনের হালত
চুপিচুপি সুরে বলো।
আরজ মুনিব পেরেশান হাল
চাপিয়া বসিলো মাথায়,
এদিক ওদিক ঘুরিয়া মোর
হেলেদুলে দিন যায়।
মহারাজ এবার মুচকি হেসে
এদিক নজর দিলেন,
পেরেশান স্যাব হাল ফারমায়
দু’হাত তুলে বলেন।
ওয়াকিজ তোর খুশ নসিবি
মহারাজের দীদার হলো,
দুঃখের আঁধার কাটিয়া আজি
তোর সুখের ভোর এলো।






Users Today : 405
Users Yesterday : 767
This Month : 14827
This Year : 186698
Total Users : 302561
Views Today : 40938
Total views : 3617681