পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
মসজিদে নিজের জন্য সাহায্য চাওয়া নিষেধ এবং এরুপ ভিক্ষুককে ভিক্ষা দেওয়াও জায়িজ নয়, যেমনটি সদরুশ শরীয়া, বদরুত তরীকা হযরত আল্লামা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমী(রহঃ) বলেন, মসজিদে ভিক্ষা করা হারাম এবং এরুপ ভিক্ষুককে ভিক্ষা দেওয়াও নিষেধ। (বাহারে শরীয়ত ১/৬৪৭, ৩য় অংশ।)
আলা হজরত (রহঃ) বলেন, আম্মিয়ায়ে দ্বীনরা বলেন, যে মসজিদের ভিক্ষুককে এক পয়সা দিবে, সে যেন সত্তর পয়সা আল্লাহ তা’আলার পথে আরো দেয়, যেনো সে পয়সার গুনাহের কাফফারা হয়।(আহকামে শরীয়ত, ৯৯ পৃঃ) এর সমাধান এরুপ যে, যদি আসলেই অভাবী হয় তবে স্বয়ং মসজিদে ভিক্ষা করার পরিবর্তে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে নিজের অভাবের কথা বলবে, ইমাম সাহেব তাকে সাহায্য করার জন্য নামাজীদের নিকট আবেদন করবে এতে কোন সমস্যা নাই(মসজিদের আদব)