বাংলাদেশে অবস্থিত ইমাম আ’লা হযরতের ছাত্র ও খলিফাদের তালিকা

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

ইমাম আ’লা হযরতের যামানায় তাঁর প্রতিষ্ঠিত মাদরাসা দারুল ঊলূম মানযারে ইসলামের ছাত্রদের প্রতি ১০০ জনের মধ্যে ২০ জন বাঙ্গালী ছাত্র থাকতেন। নিচে কিছু বাঙ্গালী ছাত্রের নাম উল্লেখ করা হলো, যাঁরা দারুল উলূম মানযারে ইসলামের প্রতিষ্ঠার শুরুর দিকে ওই মাদরাসা হতে ফারিগ হয়েছিলেন-

১. মাওলানা আশরাফ আলী বাঙ্গালী

২. মাওলানা আমীর হাসান বাঙ্গালী

৩. মাওলানা আসগর আলী, নোয়াখালী (এই নামে চট্টগ্রাম হতে আ’লা হযরতের নিকট একটি ফাতাওয়া তলব করা হয়েছিলো, যা জওয়াব সহকারে ফাতাওয়া রযভিয়্যাহ’র ১৩দশ খন্ডে সংকলিত হয়েছে)

৪. মাওলানা বারকাত উল্লাহ, ময়মনসিংহ

৫. মাওলানা তমীযুদ্দীন, পস্তুরা,বাংগাল (এই নামে বাংলাদেশের শহর নাসিরাবাদ হতে আ’লা হযরতের নিকট দুইবার ফাতাওয়া তলব করা হয়েছিলো, যা জওয়াব সহকারে ফাতাওয়া রযভিয়্যাহ’র ১৭দশ খন্ডে সংকলিত হয়েছে)

৬. মাওলানা হামীদুর রাহমান, চট্টগ্রাম

৭. মাওলানা রাহীম বাখশ বাঙ্গালী

৮. মাওলানা রমযান আলী বাঙ্গালী

৯. মাওলানা সিরাজুদ্দীন, পস্তুরা, বাংগাল

১০. মাওলানা সাঈদুর রাহমান, চট্টগ্রাম

১১. মাওলানা শুজা’আত আলী বাঙ্গালী

১২. মাওলানা ত্বাইয়্যিব আলী, ঢাকা

১৩. মাওলানা মুহাম্মদ আবদুল বারী, ময়মনসিংহ

১৪. মাওলানা আবদুর রশীদ, চট্টগ্রাম (এই নামে দুটি প্রশ্ন ও সেসবের জওয়াব ফাতাওয়া রযভিয়্যাহ-তে রয়েছে! প্রথমটি ৫ম খন্ডে, দ্বিতীয়টি ২৩দশ খন্ডে)

১৫. মাওলানা আবদুস সামাদ, পস্তুরা, বাংগাল (এই নামেও দুটি ফাতাওয়া ইমামের কিতাবে রয়েছে! প্রথমটি ১১দশ খন্ডে, দ্বিতীয়টি ২৩দশ খন্ডে)

১৬. মাওলানা আবদুর রাহীম, রামু

১৭. মাওলানা আবদুল ক্বভী বাঙ্গালী

১৮. মাওলানা আবদুল ওয়াহিদ, ময়মনসিংহ (এই নামে একটি প্রশ্ন ও তার উত্তর ইমামের ফাতাওয়া’র কিতাবের ১১দশ খন্ডে সংকলিত হয়েছে)

১৯. মাওলানা আবদুল ওয়াদুদ, ঢাকা

২০. মাওলানা আত্বাউল্লাহ, নোয়াখালী

২১. মাওলানা আযীযুর রাহমান ফরিদপুরী

২২. মাওলানা আত্বাউর রাহমান, নোয়াখালী

২৩. মাওলানা ঊবায়দুল্লাহ বাঙ্গালী

২৪. মাওলানা আ’ঈনুল ইয়াক্বীন বাঙ্গালী

২৫. মাওলানা ফায়যুদ্দীন, ঢাকা

২৬. মাওলানা ক্বমরুদ্দীন, পস্তুরা, বাংগাল

২৭. মাওলানা মুহাম্মদ ইসহাক্ব, ময়মনসিংহ

২৮. মাওলানা মুহাম্মদ হাসান, নোয়াখালী (এই নামে ফার্সী ভাষায় দুটি প্রশ্ন ও সেসবের জওয়াব ইমামের ফাতাওয়া’র কিতাবের ১৯দশ ও ২৯দশ খন্ডে সংকলিত হয়েছে)

২৯. মাওলানা মাক্ববূল আহমাদ, চট্টগ্রাম

৩০. মাওলানা মুনীরুদ্দীন বাঙ্গালী

৩১. মাওলানা নঈমুদ্দীন, চট্টগ্রাম

৩২. মাওলানা ওয়াহাব উদ্দীন, নোয়াখালী

৩৩. মাওলানা নি’মাতুল্লাহ সাহেব, নোয়াখালী

৩৪. মাওলানা সিদ্দীক্ব আহমাদ সাহেব, নোয়াখালী

তথ্যসূত্র:

১.মা’আরিফে রেযা, করাচি (মানযারে ইসলাম শতবার্ষিকী সংখ্যা: জুলাই-সেপ্টেম্বর’২০০১ ইং), ৭৪-৭৫ পৃ. ইদারায়ে তাহক্বীক্বাতে ইমাম আহমাদ রেযা, করাচি।

২. দবদবায়ে সিকান্দারী, ২৬শে অক্টোবর’১৯০৮ খ্রি. আখবার নং- ৩৮, খন্ড নং- ৪৪, ৩-৫ পৃ.

আ’লা হযরতের বাংলাদেশী খলিফা-

(১) সুলতানুল ফুক্বাহা, হযরত মাওলানা হাজী আবদুল জাব্বার ক্বাদেরী রযভী (রাহমাতুল্লাহি তা’আলা আলাইহি), ঢাকা।

(২) হযরত মাওলানা আলহাজ্ব মুনিরুদ্দীন সাহেব (রাহমাতুল্লাহি তা’আলা আলাইহি)

(৩) শায়খুল মাশায়েখ, হযরত মাওলানা হাজী সাইয়্যিদ নূর আহমাদ ক্বাদেরী রযভী (রাহমাতুল্লাহি তা’আলা আলাইহি), চট্টগ্রাম।

(৪) হযরত মাওলানা মুফতী আবদুল হাকীম সাহেব (রাহমাতুল্লাহি তা’আলা আলাইহি), কিশোরগঞ্জ।

লেখকঃ মুহাম্মদ নাহিদুল আমিন

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments