জিজ্ঞাসা–২৯২: আসসালামু আলাইকুম। হযরত, আমার প্রশ্নটা হলো, আমি যদি ফেসবুকে আমার পরিচিত কোন নারী/মেয়ে (সে আমার মাহরাম নয়) এর সাথে কথা বলি তাহলে কি গুনাহ হবে?–মোঃ আব্দুল কাদের : makbappy1197@yahoo.com
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
যদি একান্ত প্রয়োজন হয়, সেই সাথে গোনাহে লিপ্ত হবার সম্ভাবনা না থাকে, তাহলে পরনারীর সঙ্গে ফেসবুকে অডিও কলের মাধ্যমে কথা বলা জায়েয আছে। বিনাপ্রয়োজনে পরনারীর সাথে কথা বলা জায়েয হবে না।
আল্লাহ তাআলা বলেন ,
وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِن وَرَاء حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ
’’আর তোমরা তাঁর [রাসূলুল্লাহ ﷺ এর] স্ত্রীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাঁদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ।‘’ (সূরা আহযাব-৫৩)
বিখ্যাত তাফসীরবিদ ইমাম কুরতুবী রহ. উক্ত আয়াতের আলোচনায় বলেন,
في هذه الآية دليل على أن الله تعالى أذن في مسألتهن من وراء حجاب ، في حاجة تعرض ، أو مسألة يستفتين فيها ، ويدخل في ذلك جميع النساء بالمعنى ، .
‘উক্ত আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ ﷺ এর স্ত্রীদের কাছে কোনো প্রয়োজনে পর্দার আড়াল থেকে কিছু চাওয়া বা কোনো মাসআলা জিজ্ঞাসা করার অনুমতি দিয়েছেন। সাধারণ নারীরাও উপরোক্ত হুকুমের অন্তর্ভুক্ত।’ (তাফসীরে কুরতুবী ১৪/১২২৭)
কিন্তু গোনাহে লিপ্ত হবার সম্ভাবনা থাকলে জায়েয নেই। কেননা রাসূল ﷺ ইরশাদ করেন,
اَلْعَيْنَانِ زِنَاهُمَا النَّظْرُ وَالْاُذُنَانِ زِنَاهُمَا الْاِسْتِمَاعُ وَاللِّسَانُ زِنَاهُمَا الْككَلَامُ وَالْيَدُ زِنَاهُمَا الْبَطْشُ وَالرِّجْلُ زِنَاهُمَا الخُطَا وَالْقَلْبُ يَهْوِىْ وَيَتَمَنَّى وَيُصَدِّقُ ذَالِكَ الْفَرْجُ اَوْ يُكَذِّبُه
‘’দুই চোখের ব্যভিচার হল হারাম দৃষ্টি দেয়া, দুই কানের ব্যভিচার হল পরনারীর কণ্ঠস্বর শোনা, জিহবার ব্যভিচার হল, [পরনারীর সাথে সুড়সুড়িমূলক] কথোপকথন। হাতের ব্যভিচার হল পরনারী স্পর্শ করা, পায়ের ব্যভিচার হল গুনাহর কাজের দিকে পা বাড়ান, অন্তরের ব্যভিচার হল কামনা-বাসনা আর গুপ্তাঙ্গঁ তা সত্য অথবা মিথ্যায় পরিণত করে।” (সহীহ মুসলিম ২৬৫৭, মুসনাদে আহমাদ ৮৯৩২)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী