পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
একবার ফেরেশতাগণ আরজ করলেন, হে আল্লাহ্! আপনি কাফেরদের জন্যে দুনিয়ার নেয়ামতের দরজা উম্মুক্ত করে দিয়েছেন, বালা মসীবতের দ্বার বন্ধ করে দিয়েছেন, অথচ এরা আপনার দুশমন।
আর মুছলমান (যারা আপনার দোস্ত) তাদের জন্যে পার্থিব জীবন সংকীর্ণ করে দিয়েছেন, একটার পর একটা মুসীবত নাজিল হতেই থাকে, এটার মধ্যে কি হিকমত (রহস্য) নিহিত? আল্লাহ্ পাক এরশাদ করলেন, কিয়ামত দিবসে কাফেরদের জন্যে নির্ধারিত শাস্তি আর মুমিনদের জন্যে নির্ধারিত নেয়ামত যা আছে তা দেখে! (আতঃপর বল!)
ফেরেশতাগণ উভয় দিকে দৃষ্টি দিয়ে বলতে লাগলেন, পরওয়ারদেগার ! আখেরাতের শাস্তিকর মুকাবেলায় দুনিয়ার আরাম, আয়েশ ও নেয়ামতের কোন মূল্যই নেই, তদ্রুপ জান্নাতের অমূল্য নেয়ামত দেখার পর দুনিয়ার দুঃখ, কষ্ট ও পেরেশানীর কোন অনুভূতিই বাকী থাকে না।