পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
📌মুহাম্মদ আবদুল গফুর প্রধান বড়তুলাগাঁও, পাকনূরপুর, কচুয়া, চাঁদপুর।
🖋উত্তর ঃ নামাযে কোরআন করীমের সূরা বা আয়াত পাঠকালে কোন নির্দিষ্ট সূরা বা আয়াতের নির্ধারণ করা আবশ্যকীয় বা জরুরি নয়। বরং যে কোন সূরা বা আয়াতের মাধ্যমে কোরআন করীমের তিলাওয়াত হলে কিরআত ফরজ আদায় হয়ে যাবে। সুতরাং সূরা কাফিরূন ও সূরা ইখলাস বা অন্য যে কোন সূরা বা আয়াত সূরা ফাতেহার সাথে মিলিয়ে পড়লে নামায শুদ্ধ হয়ে যাবে। [ফতােয়া হিন্দিয়া, খানিয়া]