প্রশ্নঃ মহিলাদের জন্য সাদা পোষাক বা সুন্দর চাদরের মাধ্যমে সম্পূর্ণ শরীর ঢেকে বের হওয়া কেমন?

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

প্রশ্নঃ মহিলাদের জন্য সাদা পোষাক বা সুন্দর চাদরের মাধ্যমে সম্পূর্ণ শরীর ঢেকে বের হওয়া কেমন?

উত্তরঃচাদরের মাঝে আকর্ষণীয় কোনো কিছু না থাকা উচিত। হযরত সায়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন গাজ্জালী (রা) এর মর্যাদাপূর্ণ বর্ণনার সারাংশ হচ্ছে :”সাধারণত মহিলা যে দৃষ্টিনন্দন চাদর ও ঘোমটা পরিধান করে তা যথেষ্ট নয়। বরং তারা যখন সাদা চাদর পরিধান করে অথবা সুন্দর ঘোমটা পরিধান করে তখন তার মাধ্যমে উত্তেজনা আরো নাড়া দিয়ে ওঠে,মুখ খোলার পর হয়তো তাকে আরও সুন্দর দেখাবে। সুতরাং সাদা কাপড় সুন্দর ঘোমটা পরিধান করে মহিলাদের বাইরে বের হওয়া হারাম। সুতরাং যে মহিলা এমন করবে সে গুনাহগার হবে। এবং তার ভাই বা স্বামী যদি এর অনুমতি প্রদান করে তাহলে সেও গুনাহগার হবে।

★রেফারেন্সঃকিমিয়ায়ে সায়াদাত,২য় খন্ড,  ৫৬০পৃষ্ঠা।

✍স্বাধীন আহমদ রেজভী
   জুন ১১,২০১৯ইং

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments