📌 মুহাম্মদ ফখর উদ্দীন মােবারক শাহ
দৈলারপাড়া, কুতুবজুম, মহেশখালী, কক্সবাজার
প্রশ্নঃ মসজিদে এসে দেখলাম তারাবিহ শুরু হয়ে গেছে আগে তারাবীহ পড়ব নাকি এশার নামাজ পড়ব?
🖋উত্তর ঃ কেউ মসজিদে এসে দেখল- তারাবীহর নামায আরম্ভ হয়ে গেছে। তবে এশার ফরয নামায না পড়ে থাকলে প্রথমে এশার ফরয নামায একাকীভাবে আদায় করে নেবে। পরে তারাবীহর জামাআতে শরীক হবে। এশার ফরয নামাযের জামাআতে শরীক
হলে বিতর নামায একাকী আদায় করবে। আর যদি কেউ এশার নামায জামাআত সহকারে আদায় করে কোন কারণে তারাবীহর কিছু নামায ছুটে যায়, তবে প্রথমে ইমামের সাথে তারাবীহর নামাযে শরীক হবে। ইমামের সাথে বিতর নামায আদায় করে ছুটে যাওয়া তারাবীহর নামায আদায় করা উত্তম। ইমামের সাথে বিতরের নামায না পড়ে, আগে ছুটে যাওয়া তারাবীহ পড়ে, পরে একাকীভাবে বিতর পড়াও জায়েয আছে।
-(আলমগীরী ও রদুল মুহতার ইত্যাদি)