উত্তর: স্বীয় স্ত্রীকে স্বামী তিন তালাক প্রদান করে বিবাহের সম্পর্ক ছিন্ন করলে স্ত্রী ইসলামী শরীয়তের বিধান মোতাবেক স্বামীর ঘরে স্বামী হতে আলাদা হয়ে ইদ্দত পালন করা পর্যন্ত অবস্থান করবে। ইদ্দত চলাকালীন সময়ে স্ত্রীর যাবতীয় ভরন-পোষণ স্বামী বা স্বামীর অভিভাককে বহন করতে হবে। তালাক প্রাপ্ত স্ত্রীর ইদ্দত হল গর্ভীতা হলে গর্ভের সন্তান প্রসব করা পর্যন্ত। আর গর্ভবতী না হলে তিন হায়েয বা তালাকের পর তিন বার ঋতুস্রাব সমাপ্ত হওয়া পর্যন্ত। আর স্বামী স্বীয় স্ত্রীকে ১/২ তালাক প্রদান করলে তাও উপরোক্ত নিয়মে স্ত্রী স্বামীর ঘরে ইদ্দত পালন করবে। উক্ত সময়ের মধ্যে স্বামী স্বীয় স্ত্রীর নিকট প্রত্যাবর্তন করলে পূর্বের নিকাহ্ ঠিক থাকবে। পুনরায় আকদের প্রয়োজন হবে না। ১/২ তালাক প্রদানের পর আর উপরোক্ত ইদ্দতের মধ্যে স্বীয় স্ত্রীর নিকট স্বামী রজয়ত বা প্রত্যাবর্তন না করলে তালাকে বায়েনা হয়ে যাবে। তখন উক্ত স্বামী স্ত্রীর ইদ্দত চলে যাওয়ার পর ঘর সংসার করতে ইচ্ছা করলে নূতনভাবে আকদের মাধ্যমে ঘর/সংসার করতে পারবে। আর স্ত্রী ইচ্ছা করলে তখন অন্য নূতন স্বামীর সাথে ও আকদের মাধ্যমে বিবাহ্ বন্ধনে আবদ্ধ হতে পারবে। [শরহে বেকায়া ও হেদায়া তালাক অধ্যায়]
প্রশ্ন: স্ত্রীকে তালাক দেওয়ার পরে স্বামীর ঘরে থাকতে পারবে কিনা? জানালে কৃতজ্ঞ হব।
পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।





Users Today : 344
Users Yesterday : 452
This Month : 15218
This Year : 187089
Total Users : 302952
Views Today : 5068
Total views : 3625035