🖋উত্তর ঃ রমজান মুবারক ছাড়া অন্য সময়ে বিতরের নামায জামাআত সহকারে আদায় করা শরীয়ত সমর্থিত নয়। বিতরের নামায জামাআত সহকারে আদায়ের হুকুম রমজান মােবারকের সাথেই সম্পৃক্ত। যেহেতু ফারূকৃ-ই আ’যম হযরত ওমর রদ্বিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে সমাসীন হলেন, তখন তিনি তারাবীহ ও বিতরের নামাযকে জামাআত সহকারে আদায়ের ব্যবস্থা করলেন এবং বললেন – (এটা কতই উত্তম বিদআত)। অতঃপর সাহাবা-ই কেরাম তাঁর ওই কাজকে নির্দ্বিধায় সমর্থন করলেন। তারপর থেকে পবিত্র রমজান মাসে তারাবীহ ও বিতরের নামায জামাআতসহ আদায় করা সুন্নাত হিসেবে প্রচলিত হল। আর রমজান ছাড়া অন্য মাসে বিতরের নামায জামাআত সহকারে পড়বে না। তদ্রুপ শবে বরাতেও বিতরের নামায জামাআতে পড়বে না। কোন ইমাম ভুল বা অজ্ঞতা বশতঃ শবে বরাতে বিতরের নামায জামাআত সহকারে পড়ে ফেললে মাকরূহ হবে এবং এ জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে। -ফতােয়ায়ে হিন্দিয়া ও রদুল মুহতার ইত্যাদি)
প্রশ্ন ঃ বিতরের নামায শবে বরাতের রাতে জামাআতে পড়লে অসুবিধা আছে কি? জানালে ধন্য হব।
পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।