(ড.মুহাম্মদ আনোয়ার হোসাইন)
————————————————–
সওয়ালঃ- প্রকৃত সৈয়দজাদা বেআমল হলেও কি তা’জীম যোগ্য?
জওয়াবঃ-প্রকৃত সৈয়দজাদা, যাঁর বংশ পরম্পরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাথে সম্পর্কযুক্ত তিনি বে আমল হলেও বংশ মর্যাদার কারনে সাধারন মানুষের জন্য তাঁকে সম্মান করা ওয়াজিব। কেননা ফিকহী মাসআলা হলো কোন সন্তান বাবার নাফরমান হলেও তিনি তার বাবার বংশধর সাব্যস্ত হবেন এবং সম্পদের উত্তরাধিকারী হবেন।
ইমাম মুহাম্মদ ফাসী (রহঃ) বলেন, আমি যখন মদীনা শরীফ ছিলাম তখন আমলের কারনে আমি কোন কোন সা’য়াদতকে পছন্দ করতাম না। একদিন প্রিয় নবী স্বপ্নে দেখা দিয়ে আমাকে বললেন,তুমি আমার আওলাদের সাথে দুশমনি রাখো কেন? আমি উত্তরে বললাম ইয়া রসুলাল্লাহ! তাঁরা তো বে আমল তাই। প্রিয় নবী বললেন, তাঁরা বেআমল হলেও শুধু সৈয়দজাদা হবার কারনেই তোমার কাছে সম্মানীত হবেন। (বরাকাতে আলে রসুল, পৃষ্টা-২৬৯)




Users Today : 364
Users Yesterday : 759
This Month : 5398
This Year : 177269
Total Users : 293132
Views Today : 6824
Total views : 3461935