কৃতঃ আল্লামা আজিজুল হক আল কাদেরী (رحمة الله) ➡ মুনিয়াতুল মুছলেমীন [১ম খন্ড]
❏ মাসয়ালা: (২৮১)
যে সকল মানুষ অফুরন্ত জীবন অর্জন করতে পেরেছে সে সফলকাম এবং যে ব্যক্তি শুধু দাবির মধ্যে রয়ে গেছে সে নিজ বয়সকে ধ্বংস করল। সত্য বর্ণনাকারী ভাষা ভিন্ন ধরণের এবং এ বকবকানী অন্য ধরণের।
প্রবাদ রয়েছে যে,
যে মেঘ গর্জে বেশী বর্ষে কম।
ফলে ভরা শাখা যমীনে ঝুকে যায়।
তাই বলা হয়, السكوت تاج المؤمنين নিশ্চুপ থাকা মু’মিনের মুকুট এবং السكوت مفتاح العبادة নিশ্চুপ থাকা ইবাদতের চাবি। السكوت من رحمة الله নিশ্চুপ থাকা আল্লাহর রহমত। السكوت حصار من الشيطانনিশ্চুপ থাকা শয়তানের ঘেরা। السكوت سنة الأنبياء নিশ্চুপ থাকা নবীদের সুন্নাত। السكوت نجاة من الناس নিশ্চুুপ থাকা মানুষের মুক্তির পথ। السكوت قرب الرب নিশ্চুপ থাকা নৈকট্যের কারণ। السكوت فى النور নিশ্চুপ থাকা তাওহীদে নূর সৃষ্টি করে।
এ ধরণের নিশ্চুপ সব সময় আল্লাহর নৈকট্য লাভ করে হয় ও উপস্থিতির কারণ হয়। আল্লাহর দর্শনে রাখে এবং তাকে লাহুতের স্থানে পৌঁছিয়ে দেয়। প্রকৃতপক্ষের নিশ্চুপ হল শরীরকে প্রাণ থেকে পৃথক করবে এবং তাকে অসীম স্থানে ডুবিয়ে দেয় যেই নিশ্চুপ এর বিপরীত হবে তা ধেঁাকাবাজি তা শুধুমাত্র লোক দেখানো তা আম্মারা নফসের চাহিদা।
➥ [কলিদুত তাওহীদ:১৯]
جز بقائش معرفت منظور نيست: عارفاں را جز خدا منظور نيست
অর্থ: তার জন্য অবিশষ্ট ছাড়া কিছুই নেই; কিন্তু যারা আল্লাহ ওয়ালা তাদের নিকট আল্লাহ ছাড়া কেউ নেই।