সালাফিদের ধর্মীয়গুরু নাসির উদ্দিন আলবানী সাহেব التعليقات الحسان على صحيح ابن حبان গ্রন্থে বর্ণনা করেছেন-
عن سعيد بن المسيب ان ابا هريرة رضى الله عنه اخبره ان رسول الله صلى الله عليه وسلم- قال امرت ان اقاتل الناس حتى يقولوا لا اله الا الله فمن قال لا اله الا الله فقد عصم منى نفسه وماله الا بحقه وحسابه على الله- وانزل الله فى كتابه فانزل الله سكينته على رسوله وعلى المؤمنين والزمهم كلمة التقوى وهى لا اله الا الله محمد رسول الله- استكبر عنها المشركون يوم الحديبية- قال الشيخ البانى صحيح-
অর্থ: হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে যতক্ষণ না তারা বলে, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। অতএব যে ব্যক্তি বলবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সে আমার কাছ থেকে তার প্রাণ ও সম্পদকে হেফাযত করে নিল। তবে ধর্মীয় বিধান ব্যতীত। এবং তার বিচার আল্লাহর উপর। আল্লাহতা’য়ালা কুরআনুল কারীমে বলেছেন, ‘অতঃপর আল্লাহ তাঁর রাসূল ও মুমিনদের উপর স্বীয় প্রশান্তি নাযিল করলেন। এবং তাদের জন্য তাকওয়ার কালিমা অপরিহার্য করে দিলেন। (ফাতাহ ২৬)
আর এই কালিমায়ে তাকওয়া হলো- ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’। হুদায়বিয়ার সন্ধির দিন মুশরিকগণ এ কালিমা সম্পর্কে অহংকার প্রদর্শন করেছিল। অতঃপর আলবানী বলেন- উক্ত হাদিসটি সহিহ। (হা. নং ২১৮)





Users Today : 255
Users Yesterday : 767
This Month : 14677
This Year : 186548
Total Users : 302411
Views Today : 20746
Total views : 3597489