পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
ইমামআবু হানিফা (রহ) মত :- যখন “হাইয়্যা আলাস সালাহ” কিংবা “হাইয়্যা আলাল ফালাহ” বলবেন তখনই মুসল্লী দাড়াবেন তার আগে নয়। হানাফী মাযহাবের মতে তার পুর্বে দাড়ানো মাকরুহ। ★ ইমাম শাফেয়ী (রহ) এর মত হল :- মুয়াজ্জিন ইকামাত শেষ করার পর মুসল্লীগন দাড়াবেন। ★ ইমাম মালেক (রহ) এর মাযহাব :- যখন ইকামত বলা শুরু করবেন তখনই মুসল্লীগন দাড়াবেন। ★ ইমাম আহমদ (রহ) এর মত হল :- মুয়াজ্জিন যখন ইকামত শুরু পর “ক্বাদ কামাতিস সালাতু” পড়বে তখনই মুসল্লীগন দাড়াতে হবে।