পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
নামাজকে বলনা কাজ আছে,
কাজ কে বল আমার নামাজ আছে।
নামাজ বিহিন পরপারে,
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।
নামজ কে বলোনা কাজ আছে,
কাজ কে বলো আমার নামায আছে।
ফজর কাটে ঘুমের ঘোরে…
যোহর কাজে কাজে…
আসর কাটে হেলায়-ধুলায়..
মাগরিব মাঝে মাঝে…
এশার সময় হয়ে এলে…
থাকো মিছে দুনিয়ার পিছে…
নামাজ কে বলোনা কাজ আছে ….
প্রভুর হুকুম মানো রে ভাই,
থাকো তুমি যেথায়।
সময় গেলে পাবে না ফিরে,
মরন তোমায় লইবে ঘিরে।
যেনে রাখ মরন তোমার অতি কাছে,
নামাজ কে বলনা কাজ আছে।
কাজ কে বল আমার নামাজ আছে,