ইমাম বুখারি হযরত উকবাহ রাদিয়াল্লাহু আনহু থেকে একখানা হাদিস বর্ণনা করেছেন-
عن عقبة رضى الله تعالى عنه ان النبى صلى الله عليه وسلم خرج يوما فصلى على اهل احد صلاته على الميت ثم انصرف على المنبر فقال انى فرط لكم وانا شهيد عليكم وانى والله لانظر الى حوضى الان- وانى اعطيت مفاتيح خزائن الارض او مفاتيح الارض وانى والله ما اخاف عليكم ان تشركوا بعدى ولكن اخاف عليكم ان تنافسوا فيها-
অর্থ: হযরত উকবাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত- একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তাশরীফ নিলেন। অতঃপর উহুদ যুদ্ধে শাহাদতপ্রাপ্ত সাহাবিদের জন্য প্রার্থনা করলেন। অতঃপর সেখান থেকে প্রত্যাবর্তন করে মিম্বর শরীফে তাশরীফ আনলেন। অতঃপর বললেন- নিশ্চয় আমি তোমাদের অগ্রগামী হব। এবং তোমাদের জন্য সাক্ষীদাতা হব। আল্লাহর শপথ- নিশ্চয় আমি এই মুহূর্তে আমার হাউজ দেখতে পাচ্ছি। আর আমাকে প্রদান করা হয়েছে ভূরত্নের চাবিসমূহ।
আল্লাহর কসম আমি এই ভয় করি না যে, আমার পরে তোমরা সব মুশরিক হয়ে যাবে। তবে আমার আশঙ্খা হল তোমরা দুনিয়ার এই ধনরত্নের লোভে মত্ত হয়ে যাবে।
উক্ত হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজর আসকালানী ‘ফতহুল বারী’ গ্রন্থে লিখেন-
قوله ( والله انى لانظر الى حوضى الان) يحتمل انه كشف له عنه لما خاطب وهذا هو الظاهر ويحتمل ان يريد رؤية القلب-
অর্থ: রাসূলের বাণী- এই মুহূর্তে আমি আমার হাউজ দেখতে পাচ্ছি’ এ কথার অর্থ হতে পারে, যখন রাসূলেপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করছিলেন তখন হাউজকে তার সামনে খুলে দেয়া হয়েছিল। (অর্থাৎ হাউজ ও নবীজির মধ্যবর্তী সমস্ত আবরণ সরিয়ে দেয়া হয়েছিল। ইহা হচ্ছে বাহ্যিক অর্থ) আবার ইহাও হতে পারে যে, ইহা ছিল কালবী বা আত্মদর্শন। অতঃপর ইমাম আসকালানী ইবনে তীন এর সুন্দর একটি উক্ত নকল করেছেন-
وقال ابن التين النكتة فى ذكره عقب التحذير الذى قبله انه يشير الى تحذيرهم من فعل ما يقتضى ابعادهم عن الحوض-
অর্থ: ইবনে তীন বলেন- পূর্বে বর্ণিত ‘তাহযির’ বা সতর্কীকরণ হাদিসের পরে এ হাদিসটি বর্ণনার মধ্যে একটি সুক্ষ বিষয় রয়েছে। তা হলো, যে সমস্ত লোক এমন মন্দ কাজ করবে যার পরিপ্রেক্ষিত তাদেরকে হাউজ থেকে তাড়িয়ে দেয়া হবে তাদের জন্য এ হাদিসে সতর্কবাণী রয়েছে।
ইবনে তীনের উক্তিটি চমৎকার। তিনি রাসূলেপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইলমে গাইবের প্রতি ইঙ্গিত করেছেন। অর্থাৎ কারা পানি পান করতে পারবে আর কাদেরকে ফিরিস্তাগণ তাড়িয়ে দিবেন সব কিছু রাসূলেপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচে অবলোকন করেছেন। অতএব সাবধান! যদি হাউজের পানি পান করতে চাও তাহলে নতুন নতুন ধর্মীয় ফিতনা ফাসাদ ও জাহিলী কার্যক্রম থেকে বিরত থাক।