পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
নবীর প্রেমে সদা কান্দো মন ও মন রে ঐ
নবীর প্রেমে সদা কান্দো মন
সৃষ্টিকুলের আমরাই ধনী
পেয়েছি এমন পরশমণি
আমরা অধম গুনাগার জেনেও
হাসরেতে কাঁদবেন তিনি
ইহকাল আর পরকাল
নবীর গোলাম চিরকাল
আর কারো ধইরোনা চরণ
ও মন রে…..
কান্দো মন নির্জনে তে
নবীর প্রেমে এক ধ্যানে তে
শান্ত হবে অশান্ত মন
বিদ্যুৎতের গতিতে
নবীর প্রেমে কাঁদবি যত
দুর হবে দুঃখ তত
খোদা তাআলা দিল এমন ধন
ও মন রে…..
নবীর উপর দরুদ পড়
নবীর সুন্নত কায়েম করো
ইহ জনম পরজনম
হবে তোমার সুন্দরো
গেলে সময় আর কি পাবি
অন্ধকারে পড়ে রবি
দিন থাকতে কর মাওলাজির স্মরণ
ও মন রে……
নবী আমার কামলী ওয়ালা
যার প্রেমে জগত পাগেলা
সেই নবিকে দেখতে মন
হইয়াছে মোর উতালা
আলাউদ্দিন কয় জিকির কর
নবির আদর্শে জীবন গড়
পাইতে চাইলে নবির দর্শন
ও মন রে…..